উপরের লিঙ্ক থেকে tally সফটওয়্যার টি ডাউনলোড করার পরে tally setup ফাইল টি নিচের ছবির মত দেখতে পাবেন
অনুগ্রহ করে দুই বার ক্লিক করুন tally “setup” Icon এর উপর নিচের ছবি অনুসরণ করুন
উপরের icon দুই বার ক্লিক করার পরে আপনি নিচের ছবির মতো একটি অপশন দেখতে পাবেন এবং অনুগ্রহ করে Yes বাটন ক্লিক করুন
তৃতীয় ধাপে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন এখানে install বাটন ক্লিক করুন ।
চতুর্থ ধাপ tally সফটওয়্যার টি ইন্সটল প্রক্রিয়া শুরু হবে ঠিক নিচের ছবির মত । এখানে ২ থেকে ৩ মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে tally সফটওয়্যার টি সম্পূর্ণ ইন্সটল না হওয়া পর্যন্ত ।
আপনি যখন নিচের ছবির মত অপশন দেখতে পাবেন আপনার কম্পিউটারে জানবেন tally সফটওয়্যার টি সম্পূর্ণ ইন্সটল হয়ে গিয়েছে এখন আপনি ক্লিক করুন Done বাটনে ।
Done বাটন ক্লিক করার পর tally সফটওয়্যার টি নিজে থেকে চালু হবে ঠিক নিচের ছবির মত । যদি আপনি tallly সফটওয়্যার থেকে বেরিয়ে আসতে চান কীবোর্ড থেকে Esc key প্রেস করুন ।