+ চিহ্ন কে স্ট্রিং অপারেটর বলা হয় । এই চিহ্ন দ্বারা কোন ভ্যারিয়বেল , টেক্সট ও এইচটিএমএল ট্যাগকে একসঙ্গে যুক্ত করে দেখাতে পারি ।
নিচের উদাহরণটি দেখুন + চিহ্ন দ্বারা দুটি ভ্যারিয়বেলকে পরস্পর যুক্ত করা হয়েছে ।
এখানে দুটি ভ্যারিয়বেল নেওয়া হয়েছে যথাক্রমে text1 ও text2। তাদের ভ্যালু নেওয়া হয়েছে স্ট্রিং অর্থাৎ টেক্সট । ব্রাউজারে ভ্যালু দুটিকে দেখার জন্য document.write () মেথডের ভিতরে ভ্যারিয়েবেল লিখে স্ট্রিং অপারেটর যুক্ত করা হয়েছে ।
উপরের উদাহরণে html ট্যাগ যুক্ত করতে চায়লে একই ভাবে + এই চিহ্ন ব্যবহার করতে হবে । নিচের উদাহরণটি দেখুন
উপরের উদাহরণটিতে একটি ব্রেক ট্যাগ নেওয়া হয়েছে ভ্যারিয়বেলে সেটিকে কল করা হয়েছে মেথডের ভিতরে + চিহ্ন দ্বারা ।
মেথডের ভিতরে আলাদা ভাবে টেক্সট যুক্ত করতে পারেন + চিহ্ন দ্বারা । নিচের উদাহরণটি দেখুন ।