If....Else Statement - কন্ডিশান সত্য হলে কিছু কোড ব্রাউজারে দেখাবে এবং মিথ্যা হলে ভিন্ন কিছু কোড ব্রাউজারে দেখাবে । অর্থাৎ এখানে দুইটি ব্লক থাকবে কন্ডিশান সত্যের জন্য একটি ব্লক ও কন্ডিশান মিথ্যার জন্য অপর একটি ব্লক ।
If statement এর ক্ষেত্রে দেখেছেন একটি ব্লক থাকে । কন্ডিশান সত্য হলে তবেই ওই ব্লক টি এক্সিকিউট হয় । বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন ।
নোট : উপরের সিনট্যাক্সে দুটি ব্লক আছে একটি কন্ডিশান (If) সত্যের জন্য অপরটি মিথ্যার (Else) জন্য ।
এখানে মনে রাখবেন কন্ডিশান সত্য হলে if অর্থাৎ প্রথম ব্লকের কোড গুলো রান হবে কিন্তু দ্বিতীয় ব্লক Else জাভাস্কিপ্ট সেটিকে আর চেক করবে না অর্থাৎ প্রোগ্রাম ওখানেই বন্ধ হয়ে যাবে ।