জাভাস্কিপ্টের মাধ্যমে খুব সহজে html এর যেকোনো id কে টার্গেট করতে পারি । ওই id ভ্যালু ও পরিবর্তন করতে পারি অর্থাৎ ডাইনামিকে রূপান্তরিত করতে পারি ।
এর জন্য প্রয়োজন জাভাস্কিপ্টের " getElementById" মেথডটির । এই মেথডটির দ্বারাই সম্ভব html ডাইনামিক ট্যাগ তৈরি করা ।
উদাহরণ :
প্রথমে প্রয়োজন একটি html ট্যাগ । এখানে নেওয়া হল <h1> ট্যাগ এবং এই ট্যাগের Id দেওয়া হল id="sndp" । সম্পূর্ণ ট্যাগ হল - <h1 id="sndp" > </h1> ।
এখন javascript কোড লিখতে হবে - document.getElementById("sndp").innerHTML="Text......"; প্যারামিটারের
ভিতরে <h1> ট্যাগের id টি লেখা হয়েছে এরপর .innerHTML=" " এর ভিতরে টেক্সট লেখা হয়েছে যেটি ব্রাউজার <h1> ট্যাগ দেখাবে । অর্থাৎ
html ট্যাগকে জাভাস্কিপ্টের অবজেক্টের মধ্যে লিঙ্ক করা হল id দ্বারা ।