ফাংশান (Function) হল কিছু স্টেটমেন্টের ব্লক অর্থাৎ অনেক স্টেটমেন্টকে একসঙ্গে রাখার উপায় । ফাংশানের একটি নাম রাখা হয় ঠিক ভ্যারিয়বেলের মত । এর ফলে এই নাম দ্বারা কল করা যায় ডকুমেন্টের যেকোন জায়গায় ।ফাংশান লেখার জন্য প্রথমে Function নামে একটি কীওয়ার্ড লিখে তারপর একটি নাম লিখতে হয় । নিচের উদাহরণ টি দেখুন ।
প্রথমে function কীওয়ার্ড টি লিখে তারপর একটি নাম দেওয়া হয়েছে sndp ( যেকোন নাম দিতে পারেন তবে মনে রাখবেন ভ্যারিয়বেলের মত নাম দেবেন ) তারপর প্রথম ব্যাকেট দেওয়া হয়েছে । এর পর সেকেন্ড ব্যাকেট দিয়ে তার ভিতরে সমস্ত স্টেটমেন্টকে গুলো লেখা হয় ।
নোট : Function লেখার পর তাকে Call কল করতে হয় । কল না করলে কোন কাজ হবে না ।