= ইকুয়াল টু সিম্বলকে অ্যাসাইনমেন্ট ( Assignment Operator) অপারেটর বলা হয় ।
অপারেটর | উদাহরণ | ফলাফল |
---|---|---|
= | x=y | x=20 |
Arithmetic Operator ( + , -, *, / , % , ** ) এর সঙ্গে অ্যাসাইনমেন্ট অপারেটর = ইকুয়ালটু যুক্ত হয়ে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর তৈরি হয় ।
অপারেটর | উদাহরণ | ফলাফল |
---|---|---|
+= | x+=y | x=x+y |
-= | x-=y | x=x-y |
*= | x*=y | x=x*y |
/= | x/=y | x=x/y |
%= | x%=y | x=x%y |
**= | x**=y | x=x**y |
পূর্বে দুটি সংখ্যার মধ্যে যোগ , বিয়োগ , গুন , ভাগ ইত্যাদি করার সময় দুটি ভ্যারিয়বেল নিয়ে তাদের ভ্যালু ডিক্লিয়ার করে তবেই কাজটি করা হতো । ।
উপরের উদাহরণে থেকে জানা গেলো x এর ভ্যালু 20 এর সঙ্গে y এর ভ্যালু 25 যোগ করা হেয়েছে । উপরের উদাহরণে তিনটি ভ্যারিয়বেল ডিক্লিয়ার করা হয়েছে যথাক্রমে - x, y ও z । কোডটি জটিল না করে আমরা সহজ উপায়ে অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত করে সহজ ভাবে লিখতে পারি ।
নোট : কোন ভ্যারিয়বেল না নিয়ে পূর্বের ভ্যারিয়বেল x এর মধ্যে 25 ভ্যালু সহজে যুক্ত করা হয়েছে ।
নোট : const - ভ্যারিয়বেল কার্যকারী হবে না ।