আমরা সাধারণত একটি PHP ওয়েব পেজে HTML ট্যাগ দুই ভাবে লিখতে পারি । প্রথমত PHP কোডের মধ্যে HTML ট্যাগ লিখতে পারি , দ্বিতীয়ত HTML ট্যাগের মধ্যে PHP কোড লিখতে পারি ।
HTML ট্যাগের মধ্যে PHP এর ব্যাবহার ?
PHP কোডের মধ্যে HTML ট্যাগের ব্যাবহার :
ভ্যারিয়েবলের ব্যবহার :
PHP তে ভ্যারিয়েবল লেখার জন্য প্রথমে $ চিহ্ন ব্যাবহার করতে হয় ।