একটি ওয়েবসাইট ডিজাইন করার সময় বাটন এর প্রয়োজন হয় । Bootstrap বাটন তৈরি করার জন্য দুটি ক্লাস লিখতে হয় একটি .btn আর অপরটি .btn-primary । এখানে মনে রাখবেন আপনি যে রং এর বাটন তৈরি করতে চায়ছেন primary এর জায়গায় সেই রং এর নাম লিখবেন । bootstrap লেখার জন্য class="Nm" ব্যবহার করতে হবে আর সেই class এর ভিতরে নিদিষ্ট class এর নাম লিখতে হবে যেটা আগে থেকে bootstrap এ লেখা আছে তার কাজ কি ।
Bootstrap বাটনে ব্যবহৃত ক্লাস এর নাম গুলো নিচে দেওয়া হল :
Bootstrap মোট ১০ রকম রং আছে যা দিয়ে আপনি বাটন তৈরি করতে পারেন । যদি অন্য রঙের প্রয়োজন হয় তাহলে আলাদা ভাবে CSS লিখতে হবে।
Outline Button
আউটলাইন বা চারিদিকে বডার বাটন তৈরি করার জন্য .btn-outline-danger (এখানে danger রং এর নাম ) ক্লাস ব্যবহার করতে হয় ।
Large Button
বড় বাটন তৈরি করার জন্য .btn-lg ক্লাস ব্যবহার করতে হয় ।
Small Button
ছোট বাটন তৈরি করার জন্য .btn-sm ক্লাস ব্যবহার করতে হয় ।
Block Button
ব্লক বাটন তৈরি করার জন্য .btn-block ক্লাস ব্যবহার করতে হয় ।
Disabled Button
ডিসেবেল্ড বাটন তৈরি করার জন্য disabled লেখাটি ব্যবহার করতে হয় । মনে রাখবেন ক্লাস এর ভিতরে লিখবেন না ।
disabled - ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।