Font Awesome একটি অসাধারণ টেক্সট ফন্ট । এটি ব্যবহার করা হয় i ট্যাগ এর মাধ্যমে কিছু নিদিষ্ট ক্লাস কোড লিখে । এটি ব্যবহার করার জন্য প্রথমে HEAD সেক্সানে নিচের কোডটি লিখতে হবে। নিচের কোডটি কপি করে হেড সেক্সানে পেস্ট করে দিন।
এখন নিচের বাটন গুলিতে ক্লিক করে কোড গুলি সংগ্রহ করে নিন আর body ট্যাগের ভিতরে লিখুন ।
এই ফন্ট গুলো বড় বা বিভিন্ন রঙের করার জন্য css কোড ব্যবহার করা হয় । যেমন - font-size:30px;, color:red; ইত্যাদি ।