Bootstrap একটি CSS ও JAVASCRIPT এর Framework. এই Framework এর মাধ্যমে খুব সহজে ও কম সময়ের মধ্যে Responsive ওয়েবসাইট তৈরি করা সম্ভব । Bootstrap এর ফাইলে CSS ও javascript ক্লাস লেখা থাকে। যখন একটি ওয়েবসাইট ডিজাইন করা হবে তখন Bootstrap এর ক্লাস গুলো প্রয়োজন মত ব্যবহার করা হবে। এর ফলে css লেখার সময় ও বাঁচবে ।এখনে মনে রাখবেন Bootstrap কে অনেকে Twitter Blueprint নামে ও জানে । এটি তৈরি করেন দুই ব্যক্তি Mark Otto and Jacob Thornton । এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়েছে ।
এটি দুই ভাবে ব্যবহার করা হয় - অনলাইন ও অফলাইন । অফলাইন জানতে এখনে ক্লিক করুন ।
অনলাইন ব্যবহার করার জন্য নিচের কোড টি কপি করে .html ফাইলে পেস্ট করুন । নিচের কোড গুলো CDN বলা হয়। CDN এর অর্থ content delivery network । এখানে ৪ ধরনের CDN লিঙ্ক আছে CSS, jQuery, Popper.js, Bootstrap JS ।