Bootstrap পাঁচ ধরনের ক্লাস ব্যবহার করা যায় । যেমন .w-25 , .w-50 , .w-75, .w-100 , w-auto
Bootstrap পাঁচ ধরনের ক্লাস ব্যবহার করা যায় । যেমন .h-25 , .h-50 , .h-75, .h-100 , h-auto
.w-25 একটি ওয়েব পেজের মোট যতটা চাওড়া থাকবে তার 25% width হবে ।
.w-50 একটি ওয়েব পেজের মোট যতটা চাওড়া থাকবে তার 50% width হবে ।
.w-75 একটি ওয়েব পেজের মোট যতটা চাওড়া থাকবে তার 75% width হবে ।
.w-100 একটি ওয়েব পেজের মোট যতটা চাওড়া থাকবে তার 100% width হবে ।
.w-auto একটি ওয়েব পেজের মোট যতটা চাওড়া থাকবে ঠিক সেই রকম default width হবে ।
.h-25 একটি ওয়েব পেজের মোট যতটা লম্বায় থাকবে তার 25% Height হবে ।
.h-50 একটি ওয়েব পেজের মোট যতটা লম্বায় থাকবে তার 50% Height হবে ।
.h-75 একটি ওয়েব পেজের মোট যতটা লম্বায় থাকবে তার 75% Height হবে ।
.h-100 একটি ওয়েব পেজের মোট যতটা লম্বায় থাকবে তার 100% Height হবে ।
.h-auto একটি ওয়েব পেজের মোট যতটা লম্বায় থাকবে তার যতটা কনটেন্ট থাকবে সেই অনুযায়ী Height হবে ।