Bootstrap Border shadow ব্যবহৃত ক্লাস এর নাম গুলো নিচে দেওয়া হল : Bootstrap মোট চাররকম ক্লাস ব্যবহার করা হয় কোন অবজেক্ট বা ছবির ছায়া তৈরি করার জন্য ।
.shadow-sm কোন অবজেক্ট বা ছবির চারিদিকে হাল্কা ছায়া (shadow) তৈরি করার জন্য এই ক্লাসটি ব্যবহার করা হয় ।
.shadow কোন অবজেক্ট বা ছবির চারিদিকে মাঝারি ছায়া (shadow) তৈরি করার জন্য এই ক্লাসটি ব্যবহার করা হয় ।
.shadow-lg কোন অবজেক্ট বা ছবির চারিদিকে বেশি ছায়া (shadow) তৈরি করার জন্য এই ক্লাসটি ব্যবহার করা হয় ।
.shadow-none কোন অবজেক্ট বা ছবির চারিদিকে ছায়া (shadow)যদি দিতে না চায় এর জন্য এই ক্লাসটি ব্যবহার করা হয় ।