Bootstrap Border তৈরি করার জন্য কিছু নিদিষ্ট ক্লাস আছে । class="Nm" ব্যবহার করতে হবে আর সেই class এর ভিতরে নিদিষ্ট class এর নাম লিখতে হবে যেটা আগে থেকে bootstrap এ লেখা আছে তার কাজ কি ।
Bootstrap Border ব্যবহৃত ক্লাস এর নাম গুলো নিচে দেওয়া হল :
.border কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border লেখা হয় । তাহলে ওই div এর চারধারে বর্ডার দেখা যাবে।
.border .border-top-0 কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border ও border-top-0 লেখা হয় । তাহলে ওই div এর তিন ধারে বর্ডার দেখা যাবে উপরের দিকে বর্ডার থাকবে না
.border .border-right-0 কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border ও border-right-0 লেখা হয় । তাহলে ওই div এর তিন ধারে বর্ডার দেখা যাবে ডানদিকে বর্ডার থাকবে না
.border .border-bottom-0 কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border ও border-bottom-0 লেখা হয় । তাহলে ওই div এর তিন ধারে বর্ডার দেখা যাবে নিচেরদিকে বর্ডার থাকবে না
.border .border-left-0 কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border ও border-left-0 লেখা হয় । তাহলে ওই div এর তিন ধারে বর্ডার দেখা যাবে বামদিকে বর্ডার থাকবে না
.border .border-left-0 .border-right-0 কোন div ট্যাগের Height এবং Width নির্ধারণ করে যদি bootstrap এর ক্লাস border , border-left-0, border-right-0 তিনটি লেখা হয় । তাহলে ওই div এর দুই ধারে বর্ডার দেখা যাবে বামদিকে ও ডানদিকে বর্ডার থাকবে না