একটি ওয়েবসাইট ডিজাইন করার সময় বিভিন্ন প্রপার্টিতে ব্যাকগ্রাউন্ড রং দেওয়ার প্রয়োজন হয় । Bootstrap ব্যাকগ্রাউন্ড রং ব্যবহার করার জন্য নিদিষ্ট কিছু ক্লাস আছে যে লিখতে হবে । bootstrap লেখার জন্য class="Nm" ব্যবহার করতে হবে আর সেই class এর ভিতরে নিদিষ্ট class এর নাম লিখতে হবে যেটা আগে থেকে bootstrap এ লেখা আছে তার কাজ কি ।
Bootstrap ব্যাকগ্রাউন্ড রং ব্যবহৃত ক্লাস এর নাম গুলো নিচে দেওয়া হল :
Bootstrap মোট ১০ রকম রং আছে এই দশটি রং দিয়ে কাজ করতে হয় । যদি অন্য রঙের প্রয়োজন হয় তাহলে আলাদা ভাবে CSS লিখতে হবে।
.bg-primary - ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is primary bg color
.bg-secondary- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is secondary bg color
.bg-success- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is success bg color
.bg-danger- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is danger bg color
.bg-warning- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is warning bg color
.bg-info- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is info bg color
.bg-light- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is light bg color
.bg-dark- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is dark bg color
.bg-muted- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is muted bg color
.bg-white- ক্লাস এর কাজ নিচে দেখানো আছে ।
This is white bg color