কল্পনা করুন আপনার কম্পিউটারে যে Tally সফটওয়্যার টি ইন্সটল করা আছে তাতে আপনি দুটি বা তার বেশি কোম্পানি তৈরি করে রেখেছেন । দুটি কোম্পানি হল "ma kali bhandar " আর "sndp bag" । ma kali bhandar কোম্পানি তে এখন কাজ করছেন যদি মনে হয় sndp bag যে কোম্পানি টি আছে তাতে কাজ করবেন তাহলে প্রথম কোম্পানিটি বন্ধ করে দ্বিতীয় কোম্পানি টি খুলতে হবে । প্রথম কোম্পানি কিভাবে বন্ধ করবেন এই নিয়ে আলোচনা করবো ।
নিচের ধাপ গুলি অনুস্মরণ করুন মন দিয়ে :
এখানে মনে রাখবেন Tally কোম্পানিটি শুধু মাত্র বন্ধ করছি ডিলিট করছি না ।
Tally সফটওয়্যারে কোম্পানি ডিলিট করা শিখুননিচের ছবিতে দেখুন দুটি কোম্পানি খোলা আছে এখন একটি কোম্পানি কে বন্ধ করবো । tally সফটওয়্যার কোম্পানি বন্ধ করার জন্য কীবোর্ড থেকে Alt+F3 প্রেস করুন অথবা আপনি Comp Info অপশনে ক্লিক করুন ।
Tally সফটওয়্যার ওপেন করা শিখুন নিজের কম্পিউটারেদ্বিতীয় ধাপে আপনি নিচের মত ছবি দেখতে পাবেন । এখানে আপনি shut Company অপশনে ক্লিক করুন অথবা কীবোর্ড থেকে H key প্রেস করুন । নিচের ছবিতে লাল রং দ্বারা মার্ক করে দেওয়া হয়েছে ।
কোম্পানি বন্ধ করার জন্য আপনি কীবোর্ড থেকে Alt + F1 key প্রেস করতে পারেন
এই স্টেপে নিচের ছবির মত কোম্পানি এর লিস্ট দেখতে পাবেন যদি আপনার tally সফটওয়্যারে একের অধিক কোম্পানি তৈরি করা থাকে । এখন যে কোম্পানি টিকে আপনি বন্ধ করতে চায়ছেন সেটিকে সিলেক্ট করে কীবোর্ড থেকে Enter key প্রেস করুন । দেখবেন কোম্পানিটি আর দেখা যাছে না।