এডিটরে HTML ডকুমেন্টের সঙ্গে নিদিষ্ট জায়গায় জাভাস্কিপ্টের কোড লিখে ব্রাউজারে ওপেন করলে যদি কোডের কোন এফেক্ট না দেখায় ব্রাউজারে , তাহলে জানতে হবে জাভাস্কিপ্ট ব্রাউজারে এনেবেল করা নেয় ।
ব্রাউজারে javascript এনেবেল করা না থাকলে কোড লেখা হোক বা প্রগ্রামিং করা হোক ব্রাউজার তার কোন এফেক্ট দেখা দেবে না । এর জন্য জাভাস্কিপ্ট অপশন টিকে এনেবেল করে রাখতে হবে javascript নিয়ে কাজ করার জন্য ।
Google Chrome, Mozila FireFox,Opera,Safari ইত্যাদি ।
প্রতিটি ব্রাউজারে নিদিষ্ট কোন অপশন নেয় এটিকে এনেবেল করার জন্য । প্রতিটি ব্রাউজারে আলাদা আলাদা অপশানে গিয়ে এনেবেল করতে হবে । তবে ডিফল্ট ভাবে সমস্ত ব্রাউজারে এনেবেল করা থাকে ।
Google Chrome আইকনে ক্লিক করে ব্রাউজারটি ওপেন করুন এরপর তিনটি ডট অপশানে ক্লিক করুন । এরপর
একটি মেনু ওপেন হবে setting অপশানে ক্লিক করুন ।
এই ধাপে নিচের মত ছবি দেখতে পাবেন । বাম দিকে Privacy and Security অপশান থাকবে ওই অপশানে ক্লিক করুন ।
এখানে site setting অপশনটি দেখতে পাবেন নিচের মত । ওই অপশনে ক্লিক করুন ।
এই ধাপে একটি লিস্ট পাবেন নিচের ছবির মত। এখানে থেকে javascript অপশনটি খুজে নিন । এই অপশনটিতে যদি লেখা থাকে Allowed তাহলে জানবেন জাভাস্কিপ্ট অপশনটি এই ব্রাউজারে Enable করা আছে । যদি Allowed লেখাটি না থাকে ওই অপশনে ক্লিক করে এনেবেল করে নিতে হবে ।
এই আইকনে ক্লিক করে ব্রাউজারটি ওপেন করুন নিচের ছবির মত । এর অ্যাড্রেস বারে লিখুন
about:config । লেখার পরে কীবোর্ড থেকে Enter key প্রেস করুন ।
নিচের ছবির মত দেখতে পাবেন এবং এই বাটনে ক্লিক করুন
এখন Show all বাটনে ক্লিক করবেন ।
এখন নিচের মত ছবি দেখতে পাবেন । উপরের Search ....অপশনে লিখুন javascript কিছুক্ষণের মধ্যে লেখাটি দেখতে পাবেন ।
javascript.enable অপশনটি যদি True লেখা থাকে তাহলে জানবেন ব্রাউজারে Enable করা আছে ।
যদি False লেখা থাকে তাহলে জানবেন Enable করা নেয় । Enable করার জন্য বা Desiable করার জন্য
এই অপশনে
ক্লিক করতে হবে ।