ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে মূল কনটেন্ট হল পোস্ট । এই পোস্ট লেখার জন্য নিচের অপশন গুলো অনুস্মরণ করুন।
প্রথমে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর ড্যাশ বোর্ড যাবেন ঠিক নিচের ছবির মত । এখন Post অপশনে ক্লিক করুন লাল দাগ দিয়ে নিচে ছবিতে দেখানো আছে।
এখন নিচের ছবির মত একটি উইন্ডো পাবেন ।
এখন নতুন পোস্ট লেখার জন্য Add New অপশনে ক্লিক করুন।
নিচের মত একটি উইন্ডো পাবেন। Add title বা লাল রং এর জায়গায় পোস্ট এর টাইটেল লিখুন। আপনি কি সম্পর্কে পোস্ট লিখতে চায়ছেন ।
টাইটেল লিখে অপশনে ক্লিক করুন। পোস্ট টি এখন পাবলিশ হয়ে যাবে দেখার জন্য অপশনে ক্লিক করুন।
অপশনে ক্লিক করলে ব্রাউজার এর নতুন একটি ট্যাব খুলবে সেখানে পোস্ট গুলো দেখতে পাবেন।
পুনরায় পোস্টের বিভিন্ন কন্টেন্ট লেখার জন্য প্রথম ট্যাব ওয়ার্ডপ্রেস ড্যাশ বোর্ডে আসুন । এখানে মনে রাখবেন যে কোন কনটেন্ট বা টেক্সট ছবি গান ভিডিও যুক্ত করার জন্য Block নিতে হয়। পোস্টে কিছু যুক্ত করার জন্য ক্লিক করুন একটি পপআপ খুলবে ওখান থেকে যেটা যুক্ত করতে চায়ছেন সিলেক্ট করে নিন । যেমন - হেডিং ,পারগ্রাফ ,ভিডিও ,ছবি ইত্যাদি .