আশা করছি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টি ডাউনলোড করে রেখেছেন। যদি ডাউনলোড না করে থাকেন এই লিঙ্কে ক্লিক করুন।
আপনার কম্পিউটারে যে xampp সফটওয়্যারটি ইন্সটল করে রেখেছেন সেটিকে ওপেন করুন।
যদি ইন্সটল না থাকে ইন্সটল প্রক্রিয়া দেখুনঠিক নিচের মত ছবি দেখতে পাবেন। এখন আপনার কম্পিউটার কে লোকাল সার্ভার পরিণত করতে হবে। এর জন্য Apache ও MySQL অপশন এর পাশে যে start button আছে ওখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নিন।
এই ধাপে xampp সফটওয়্যার টি যেখানে ইন্সটল করা আছে সেখানে প্রবেশ করব এর জন্য Explorer অপশনে ক্লিক করুন । নিচের ছবিতে লাল রং দ্বারা দেখান আছে।
নিচের ছবির মত একটি উইন্ডো খুলবে। এখানে অনেক ফোল্ডার পাবেন । এখানে থেকে htdocs ফোল্ডার টি খুজে নিন। htdocs ফোল্ডার ভিতরে প্রবেশ করুন।
htdocs ফোল্ডার এর ভিতরে প্রবেশ করলে এখানেও আনেক ফোল্ডার দেখতে পাবেন। ঠিক নিচের ছবির মত। এখানে একটি ফোল্ডার তৈরি করবেন mywebsite নামে । এখানে যে ফোল্ডার টি তৈরি করবেন এই ফোল্ডার এর নামটি সর্বদা মনে রাখবেন।
এই ধাপে আপনার কম্পিউটার যে ফোল্ডারে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টি ডাউনলোড করে রেখেছেন সেখানে যান। এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টির উপরে রাইট ক্লিক করে Extract to wordpress অপশনে ক্লিক করতে হবে।
Extract to wordpress অপশনে ক্লিক করলে ফোল্ডার টি আনজিপ হয়ে পাশে একটি ফোল্ডার তৈরি হবে। যে ফোল্ডার টি তৈরি হবে তার ভিতরে প্রবেশ করুন। নিচের মত দেখতে পাবেন ।
এখানে যে ওয়ার্ডপ্রেস ফাইল গুলো দেখতে পাছেন ctrl + A প্রেস করে সব ফাইল গুলো সিলেক্ট করে নিন । এখন কীবোর্ড থেকে ctrl + C প্রেস করে কপি করে নিন।
উপরে কপি করা ওয়ার্ডপ্রেস ফাইল গুলো mywebsite নামে যে ফোল্ডার তৈরি করে ছিলেন সেখানে পেস্ট করে দিন। ফাইল গুলো পেস্ট করে ফোল্ডার টি বন্ধ করে দিন।
এই ধাপে এখন আপনার কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিন। এখন ব্রাউজার এর অ্যাড্রেস বারে লিখুন localhost/mywebsite এবং কিবোর্ড থেকে Entery key প্রেস করুন ।
Enter প্রেস করলে নিচের মত ছবি দেখতে পাবেন । এখানে ভাষা সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন ।
এর পর ঠিক নিচের মত উইন্ডো দেখতে পাবেন এখানে Let's go অপশনে ক্লিক করবেন।
নিচের মত উইন্ডো দেখতে পাবেন।এখানে ডাটা বেস এর নাম ইউজার আইডি , পাসওয়ার্ড , সার্ভার এর নাম লিখতে হবে। প্রথমে জেনে নেওয়া যাক ডাটা বেস কি? আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর মাধ্যমে যখন একটি ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইট এর বিভিন্ন কন্টেন্ট টেক্সট ছবি গান যে গুলো ব্যবহার করবো । এই কন্টেন্ট টেক্সট ছবি গান আমরা একটি ডাটা বেস তৈরি করে সেখানে স্টোর করে রাখবো । এই ডাটা বেসে একটি টেবিল থাকবে। এই টেবিল এর মধ্যে ওয়েবসাইট এর বিভিন্ন কন্টেন্ট গুলো রাখা থাকবে। এই ডাটা বেসে সবাই প্রবেশ যাতে না করতে পারে তার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট থাকবে।
একাদশ ধাপে আমরা ডাটাবেস তৈরি , ইউজার আইডি , পাসওয়ার্ড তৈরি শিখবো । নিচের ফিল্ড গুলো পূরণ করব।
এখন ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি জন্য ব্রাউজার এর অ্যাড্রেস বারে লিখুন http://localhost/phpmyadmin/ লিখে Enter প্রেস করুন। নিচের মত ছবি দেখতে পাবেন ।database অপশনে ক্লিক করুন লাল রং দিয়ে দেখানো আছে ।
নিচের মত উইন্ডো দেখতে পাবেন। এখানে Database name ফিল্ডে sndpbag রাখলাম। ডাটাবেস এর নাম লেখার পর create অপশনে ক্লিক করলাম । নিচের ছবিটিকে অনুস্মরণ করুন। এখন ডাটাবেস তৈরি।
এখন ডাটাবেস তৈরি । এই ডাটাবেসের এখন ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করব। নিচের ছবিটিকে দেখুন ও privileges অপশনে ক্লিক করুন।
নিচের মত উইন্ডো দেখতে পাবেন ।এই ধাপে Add user Account অপশন ক্লিক করুন ।
এখন নিচের লিস্ট দেখে ইউজার আইডি ও পাসওয়ার্ড গুলো ফিল করুন ও খাতায় লিখে রাখুন।এই গুলো দশম ধাপে ফিল করতে হবে।
একটি স্ক্রল করে নিচে নামবেন এখানে Go অপশনে ক্লিক করবেন ।এখন আমাদের ডাটাবেসের কাজ শেষ । এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার প্রবেশ করুন দশম ধাপ।
ডাটাবেস তৈরি সময় ডাটাবেসের নাম, ইউজার আইডি , পাসওয়ার্ড দিয়েছিলাম সেই গুলো নিচের ছবি দেখে ফিল করে submit অপশনে ক্লিক করুন ।
Table Prefix - অপশন আপনি কিছু লিখতে পারেন যদি আপনি একই ডাটাবেসে অনেক ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইন্সটল করেন ।
এখন নিচের মত উইন্ডো দেখতে পাবেন এখানে Run the installation অপশনে ক্লিক করবেন ।
এখন নিচের মত উইন্ডো দেখতে পাবেন এখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে প্রবেশ করে কাজ করার জন্য একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড খাতায় লিখে রাখবেন। যদি ভুলে যান ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবন না।
নিচের লিস্ট অনুস্মরণ করুন :
নিচের ছবিটি দেখে ফিল করুন আর Install Wordpress অপশনে ক্লিক করুন । এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার টি ইন্সটল শুরু হবে ।
এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন । নিচের মত উইন্ডো দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেস ইন্সটল হওয়ার পর Login অপশন দেখাবে । Login ক্লিক করবেন।
Login অপশনে ক্লিক করার পর এখন ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ওয়েবসাইট তৈরি জন্য। দ্বাদশ ধাপে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখেছেন।
এখন নিচের মত উইন্ডো দেখতে পাবেন। এটি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড । এখান থেকে ওয়েবসাইট ডিজাইন করা হয় ।