আপনার কম্পিউটারে যে xampp সফটওয়্যারটি ইন্সটল করে রেখেছেন সেটিকে ওপেন করুন।
যদি ইন্সটল না থাকে ইন্সটল প্রক্রিয়া দেখুনঠিক নিচের মত ছবি দেখতে পাবেন। এখন আপনার কম্পিউটার কে লোকাল সার্ভার পরিণত করতে হবে। এর জন্য Apache ও MySQL অপশন এর পাশে যে start button আছে ওখানে ক্লিক করে অ্যাক্টিভ করে নিন।
এখন একটি ব্রাউজার খুলুন আর অ্যাড্রেস বারে লিখুন http://localhost/mywebsite/wp-admin এবাং Enter চাপুন ।
নিচের ছবির মত একটি উইন্ডো খুলবে। এখানে ওয়ার্ডপ্রেস এর ইউজার নাম বা ইমেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে Login ক্লিক করুন । আমি এখানে ইউজার আইডি myweb আর পাসওয়ার্ড 7980048890 দিয়ে লগইন করছি ।
নিচের ছবির মত একটি উইন্ডো খুলবে। এটি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর ড্যাশবোর্ড । এখান থেকে ওয়েবসাইট ডিজাইন করা হয় ।