যে সমস্ত বন্ধুরা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভলাপার নিজের ক্যারিয়ার করতে চান অবশ্য আপনাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যার সম্পর্কে ভালো ধরনা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি জানতে হবে।
ওয়ার্ডপ্রেস একটি CMS টুলস । CMS হছে "Content Management System" সফটওয়্যার ওয়েবসাইট বা ব্লগ তৈরিতে এটি ব্যবহার হয়। কোন HTML,CSS & JAVASCRIPT কোডিং ছাড়ায় খুব সহজে এটি দ্বারা ওয়েবসাইট তৈরি করা সম্ভব । এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এর মাধ্যমে আপনি ১ ঘণ্টা সময়ের মধ্যে ভালো একটি ওয়েবসাইট ডিজাইন করে পাবলিশ করতে পারেন ইন্টারনেটে । আপনারা ইন্টারনেট যে সমস্ত ওয়েবসাইট দেখেন তার মধ্যে ৭৫% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর মত CMS টুলস দিয়ে তৈরি ।
ইন্টারনেট জগতে অনেক CMS সফটওয়্যার আছে। তাদের মধ্যে কিছু জনপ্রিয় CMS এর লিস্ট নিচে দেওয়া হল।
এদের মধ্যে সব থেকে জনপ্রিয় CMS সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ।
HTML & CSS অল্প ধারনা থাকলে আপনি ওয়ার্ডপ্রেস শিখে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।
ওয়ার্ডপ্রেস শেখার জন্য প্রথমে আপনার কম্পিউটার কে লোকাল সার্ভারে পরিবর্তন করতে হবে এর জন্য xampp নামক একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে। ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য wordpress নামক সফটওয়্যার টি ইন্সটল করতে হবে।
এখানে ক্লিক করুন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ডাউনলোড করার জন্য